চট্টগ্রামে আটক চিকিৎসক ইফতেখার আদনানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোরে দায়ে শনিবার রাতে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, করোনাভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও গুজব ছড়ানোর অপরাধে আটক চিকিৎসক ইফতেখার আদনানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছে। এতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় অভিযোগ আনা হয়।
আরো পড়ুন: করোনাভাইরাস: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭
এর আগে করোনাভাইরাসে মৃত্যুর মিথ্যা তথ্য সম্বলিত ৩৫ সেকেন্ডের একটি অডিও ক্লিপ তৈরি করে তার এক আত্মীয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন চিকিৎসক ইফতেখার আদনান। অডিও ক্লিপটি ভাইরাল হলে তদন্তে নেমে শনিবার বিকেলে তাকে নগরের একটি রেস্টুরেন্ট থেকে আটক করে পুলিশ।
আটক ইফতেখার আদনান নগরের দুই নম্বর গেট মেয়র গলির বাসিন্দা। তিনি ইউএসটিসি থেকে এমবিবিএস পাশ করে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন।
চস/সোহাগ