spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ১৯ মে থেকে পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিকদের ৩৬ ঘণ্টার কর্মবিরতি

বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বানে আগামী ১৯ মে রবিবার সকাল ৬ টা থেকে ২০ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির কর্মসূচি দেয়া হয়েছে।

বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ মে রবিবার সকাল ৬ টা থেকে ২০ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা তথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ৩৬ ঘণ্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির কর্মসূচি দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ ১৬ মে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রবিউল মাওলা। লিখিত বক্তব্য পাঠ করেন, পরিষদ নেতা হাজী আবদুস ছবুর।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শ্রম আইন অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগ পত্র প্রদান, প্রশাসন কর্তৃক গাড়ীর অন্যান্য ডকুমেন্টের সাথে নিয়োগ পত্র চেকিং, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য শ্রমিক নেতা মো. সেলিম, কর্মী আলমগীর ও চট্টগ্রাম আন্তঃজেলা (রা:খা:রা:) ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রফিকের মিথ্যা মামলার ফাইনাল রিপোর্ট প্রদান, সড়ক পরিবহন সেক্টরে বহিরাগত সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন, শ্রমিক সংগঠন, মালিক সংগঠন এর ত্রিপাক্ষিক সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনভাবে শ্রমিক কল্যাণ/সার্ভিস চার্জ আদায়ে সহযোগিতা প্রদান, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের সংশোধন, অত্যাবশ্যকীয় পরিষেবা আইন বাতিল, চুক্তি অনুযায়ী বিপিসি কর্তৃক অবিলম্বে ট্যাংকলরী টার্মিনাল সংস্কার এবং বিপিসি কর্তৃক বন্দরে ৫০% ভাড়া পরিশোধ, ক্যাটাগরী ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও ডোপ টেস্টের নামে হয়রানি বন্ধ, মেট্রো, জেলা, উপজেলা ও হাইওয়েতে সড়ক পরিবহন শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন বন্ধ, মেট্রো ও জেলা ভিত্তিক প্রাইমমুভার ট্রেইলার ও ট্রাক টার্মিনাল নির্মাণসহ অন্যান্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ বাধ্য হয়ে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম আন্ত:জেলা (রা:খা:রা) ট্রাক শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার ট্রাক-মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন, রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান জেলা ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ উল্লেখিত দাবিসমূহ পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন স্তরে বার বার আলাপ আলোচনার পরও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে আমরা নিরুপায় হয়ে এই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি।

নেতৃবৃন্দ আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদ আহ্বায়ক রবিউল মাওলা, সদস্য সচিব আবুল খায়ের, শফিকুর রহমান, মো. ইলিয়াছ, হাজী আবদুস ছবুর, সেলিম খান, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম, জহুর উল্ল্যাহ, মনতোষ ধর, মো. বেলাল, কদর আলী মুছা, মোহাম্মদ মুছা, নুরুল হক নুনু, হুমায়ুন কবির, মনির আহাম্মদ নিপু, মো. জসিম উদ্দিন, আরিফুল ইসলাম, মো. শাহজাহান, হাসান মাহামুদ, মো. আরিফ, নাছির উদ্দিন, মো. হারুন প্রমুখ নেতৃবৃন্দ।

পরিষদ নেতৃবৃন্দ ১৯ মে সকাল ৬ টা থেকে ঘোষিত ৩৬ ঘণ্টা শ্রমিক কর্মবিরতি পালনকালে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss