spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মাথাপিছু আয় বেড়েছে দেশের মানুষের

চলতি (২০২৩-২৪) অর্থবছরের সাময়িক হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় এক বছরে ৩৫ ডলার বেড়ে ২হাজার ৭৮৪ ডলারে দাঁড়িয়েছে।

সোমবার (২০ মে) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িকী তথ্য প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সংস্থাটি বলছে, চলতি অর্থবছর শেষ হতে আর কিছুদিন বাকি। চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কিছুটা বেড়ে ৫.৮২ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫.৭৮ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে ৩৫ ডলার বেড়েছে।

এছাড়া টাকার হিসেবে বার্ষিক মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪। যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss