spot_img

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মটোরোলার ফোনে ৫ হাজার টাকা ছাড় !

আসন্ন গ্রীষ্মকালীন স্মার্টফোন ও ট্যাব মেলায় নির্দিষ্ট মডেলের ফোনে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ‘মটো ই৪-, ‘মটো ই৫’, ‘মটো ই৫ প্লাস’, ‘মটোরোলা ওয়ান’ এবং ‘মটোরোলা জি৭ পাওয়ার’ মডেলের ফোনে এই ছাড় পাওয়া যাবে। প্রসঙ্গত, তিনদিনব্যাপী এই মেলা শুরু হবে ৪ জুলাই এবং মেলা শেষ হবে ৬ জুলাই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলার সিলভার স্পন্সর মটোরোলা। মেলায় সিলভার স্পন্সর ০২ থেকে গ্রাহকরা মটোরোলার ফোন সম্পর্কে তথ্য জানতে ও ফোন কিনতে পারবেন। বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, ‘গত স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে মটোরোলা প্রথম বারের মতো অংশগ্রহণ করে এবং গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম। তাই গ্রাহকদের এই আগ্রহের কথা মাথায় রেখেই এবারও মেলায় অংশ নেওয়া হচ্ছে। মেলায় গ্রাহকরা মটোরোলার ফোনে সর্বোচ্চ ছাড় পাবেন।’

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss