spot_img

২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়ে যায় প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা দেয়ার পর থেকেই। এতে একদিকে যেমন বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা, অন্যদিকে এসবের সংকটও দেখা দিয়েছে। তাই আপাতত এসব পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সস্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দফতরের নিয়ন্ত্রক মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরো পড়ুন: ভৈরবে ইতালি প্রবাসীর মৃত্যুর কারণ জানা গেল

এতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে কররোনা ভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত এ সকল পণ্য রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

গত ৮ ডিসেম্বর বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়ে এরপর দিন দিন এ ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে। এরসঙ্গে বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss