সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সারাদেশে চলাচলকারী ৩৬৪টি ট্রেনই বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী কিছু মালগাড়ি চলবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বেলা ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
এছাড়া রেলে সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন: করোনা: দেশে মৃতের সংখ্যা ৪, আক্রান্ত ৩৯
নূরুল ইসলাম সুজন জানান, যেসব ট্রেন রাস্তায় আছে, সেগুলো ট্রিপ শেষ করে বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের সব ট্রেনের গন্তব্য এক না। সব ট্রেন কমলাপুরে থাকে না। যে ট্রেন পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে সেটা পঞ্চগড়ে ফিরে যাবে। চট্টগ্রাম থেকে যে ট্রেন ছেড়ে এসেছে সেটা চট্টগ্রামে ফিরে যাবে। এই প্রক্রিয়া শেষ হতে যেটুকু সময় লাগে। নতুন করে আমরা আর কোনো ট্রেন ছাড়বো না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।’
যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা টাকা ফেরত পাবেন বলেও জানান মন্ত্রী।
এর আগে বেলা ১২টার দিকে আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। গত রাত থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করা হয়। তবে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর পথে কিছু লোকাল ও কমিউটার ট্রেন চালু ছিল।
চস/আজহার