spot_img

২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খালেদা জিয়ার সঙ্গে কাতার বিমানবন্দরে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাতার বিমানবন্দরে যাত্রাবিরতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বুধবার কাতার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে এ সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।

এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মহান আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন রাষ্ট্রদূত।

এর আগে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সযোগে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার মেডিকেল বোর্ডের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন- অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

সফরে বিএনপি চেয়ারপারসনসহ তার চিকিৎসক, পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম।

চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য, তারা হলেন- মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss