বান্দরবানের রুমা উপজেলায় কেএনএফ’র বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় পাহাড়ের সশস্ত্র সংগঠনটির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৬ জুন) বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল করিম বলেন, আজ সকালে বাকত্লাই এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত লাশের বয়স ৩৫ বছর হতে পারে।
চস/স


