প্রায় একমাস বন্ধ থাকার পর আগামীকাল (১৪ আগস্ট) বুধবার থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৪ আগস্ট থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান পুরোদমে শুরু হবে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
চস/স