spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ব্যবসায়ীর হা‌রিয়ে যাওয়া ব্যাগ ভ‌র্তি টাকা উদ্ধার করলো পু‌লিশ

চট্টগ্রাম নগরীতে সিএন‌জি‌ টেক্সিতে ভুলে ফেলে যাওয়া মোঃ জিয়াউল হক নামে এক‌ ব্যক্তির ব্যাগ ভ‌র্তি টাকা উদ্ধার করে হস্তান্তর করেছে বায়ে‌জিদ বোস্তা‌মি থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) থানা সূত্রে নি‌শ্চিত করে বলা হয়, গতকাল কর্মস্থল থেকে‌ সিএনজিযোগে বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগরস্থ বাসায় ফেরার পর ভুলবশত টাকা ভর্তি ব্যাগ সিএনজি টেক্সিতে ফেলে যান জিয়াউল হক।

পরে বিয়ষ‌টি থানা পু‌লিশকে জানানো হলে বায়ে‌জিদ বোস্তা‌মি থানা পু‌লিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার পূর্বক জিয়াউল হকের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে বা‌য়ে‌জিদ বোস্তা‌মি থানার ও‌সি সনজয় কুমার সিনহা বলেন, আমাদেরকে এ ব্যাপারে অবগত করা হলে সাথে সাথে তথ্যপ্রযু‌ক্তির সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধারপূর্বক জিয়াউল হকের নিকট হস্তান্তর করতে সক্ষম হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss