spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই

ফাইল ফটো

শুক্রবার (৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার প্রয়াত নেতা মাহমুদুল আলম কালু ভাইয়ের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। শুধু বাইরেই নয়, আমি জাতীয় সংসদেও বলেছি এ কথা।

রাশেদ খান মেনন বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম বৃহস্পতিবার (৪ জুলাই) বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় সভায় এখানকার নেতারা বলেছেন আওয়ামী লীগে হাইব্রিড নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু আমি বলি, যেখানে ক্ষমতা আর অর্থের বিষয় জড়িত রয়েছে, সেখানে তারা কোনোদিনই তাদের উৎখাত করতে পারবে না, তা সম্ভবও না

এ সময় তিনি লুটপাটের বিরুদ্ধে লড়াই করে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় বক্তব্য রাখেন রাশেদ খান মেননের সহধর্মিনী লুৎফন্নেছা খান এমপি ও প্রয়াত মাহমুদুল আলম কালু ভাইয়ের স্ত্রী রোমেনা বেগম।

বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক (সাবেক সংসদ সদস্য) অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তরুণ চন্দ্র দে, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল জেলার নেতা অধ্যাপক জলিলুর রহমান, বরিশাল জাসদের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, গণফোরামের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ।

রাশেদ খান মেননসহ ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভার আগে মাহমুদুল আলমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

চস/ সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss