spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এলপি গ্যাসের দাম ৪৪ টাকা বাড়লো

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪২১ টাকা করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সোমবার নতুন এ দাম ঘোষণা করে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে।

এর আগে আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে এক হাজার ৩৭৭ টাকা করা হয়।

জুলাই ১২ কেজির সিলিন্ডারে তিন টাকা বাড়িয়ে করা হয়েছিলো এক হাজার ৩৬৬ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

যদিও বিইআরসির নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে এলপিজি কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss