spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে এ মাস গণনা শুরু হবে। এ হিসেবে ১২ রবিউল আউয়াল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছরের জীবনকাল শেষে একই তারিখে তিনি ইন্তেকাল করেন।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দিনটি একই সঙ্গে আনন্দ ও শোকের। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে এ দিনটি সিরাতুন নবী (সা.) নামেও পালিত হয়। ওই দিন সরকারি ছুটি থাকবে।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল হক। উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ানসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss