spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফ্লোরিডা উপকূলে শক্তিশালী হারিকেন ‘হেলেন’র আঘাত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেন। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি।

ফ্লোরিডাজুড়ে দেখা দিয়েছে প্রবল বৃষ্টি আর ঝড়ো বাতাস। ঘণ্টায় ১৩০ মাইল বেগে বইছে বাতাস। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের কয়েক হাজার বাসিন্দা।

আবহাওয়াবিদরা হারিকেন হেলেনকে অত্যন্ত বিপর্যয়কর বলছেন। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। তারা আশঙ্কা করছেন, তৈরি হতে পারে ২০ ফুট উঁচু পর্যন্ত জলোচ্ছ্বাসও। বৃষ্টিপাত হতে পারে ১৮ ইঞ্চি পর্যন্ত, যা তৈরি করতে পারে বন্যা।

প্রচণ্ড শক্তিশালী এই ঝড় উপড়ে ফেলতে পারে গাছ, ভেঙে ফেলতে পারে মজবুত কাঠামোও। তাই উদ্ভূত পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এরইমধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss