spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কুতুবদিয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

কক্সবাজারের কুতুবদিয়া থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাহিনীটি।

আটককৃতরা হলেন, নেছার, সাহেদ, মো. ফিরোজ খান, সুজা উদ্দিন।

এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় রাইফেল, ১টি বিদেশি একনলা বন্দুক, ৬টি কার্তুজ, ৮টি তাজা গোলা, ২টি খালি কার্টিজ, ২টি বড় চাপাতি, ৮টি দা ও বটি এবং চাকু জব্দ করে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, অভিযানে প্রথমে নেছার নামে এক ডাকাতকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাহেদকে আটক করে আভিযানিক দল। পরবর্তীতে এই দুইজনের দেয়া তথ্যে ফিরোজ ও সুজা উদ্দিনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অস্ত্রসহ তাদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌ বাহিনী আরও জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে শাহাবুদ্দিন বাহিনীর প্রধান শাহাবুদ্দিন, রবি বাহিনীর প্রধান রবিউল্লাহ, কালু বাহিনীর প্রধান প্রকাশ গুরা কালুসহ কয়েকজন ডাকাত একটি মাছ ধরার ট্রলারযোগে পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, শাহাবুদ্দিন, রবিউল্লাহ, প্রকাশ গুরা কালু ও মন্জু ডাকাতদের চারটি ট্রলার একত্রিত হয়ে সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে থাকে। এছাড়া বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, খুন, অপহরণ, জমি দখলেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss