চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুর নাহার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন।
রবিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯ জনের মধ্যে নগরীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী নুর নাহার গত ১ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ অক্টোবর মাসে মারা গেছেন ৯ জন।
চস/স