spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইউক্রেন থেকে এলো ৫২ হাজার ৫০০ টন গম

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এমভি এনজয় প্রসপারিটি জাহাজটি পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটি।

আরও বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে।

৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে বন্দরে খালাস করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাকি ২১ হাজার টন গম খালাস করা হবে মোংলা বন্দরে। আরও জানানো হয়, চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য সময় লাগতে পারে ১০ দিন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss