spot_img

১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান সমর্থিত এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

রয়টার্স বলছে, যে তিনটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- সেগুলো ইরানি পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।

এসব বাণিজ্য থেকে ইরানের নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেন- যা তেহরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশে আর্থিক সহায়তা হিসেবে যায়। এ ছাড়া এই অর্থ ইরানের প্রক্সি বাহিনী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের পেছনেও ব্যয় করা হয়।

এ ছাড়া ইয়েমেনের হুতি গোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তা করেন এমন ১২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের ওপর চাপ প্রয়োগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যেসব ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে অন্যতম হাশেম আল-মাদানি। তিনি হুথি নিয়ন্ত্রিত সানার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ ছাড়া এই তালিকায় আছেন আরও হুতির বিভিন্ন কর্মকর্তা।

ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ইসরায়েল গত বুধবার ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। ইয়েমেনে ব্যাপক হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেই ইরান ও ইয়েমেন সমর্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss