spot_img

৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১১ দিন পর হাদির ইনকিলাব কালচারাল সেন্টার চালু

দুর্বৃত্তের গুলিতে নিহত শরিফ ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার চালু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ইনকিলাব কালচারাল সেন্টারের ফেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ (বুধবার) থেকে ইনকিলাব কালচারাল সেন্টার যথানিয়মে পাঠক, দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য খোলা থাকবে। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যক্রম চলবে। রোববার প্রতিষ্ঠানটির সাপ্তাহিক ছুটি থাকে।

এর আগে গত ১৩ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওইদিন ফেসবুক পোস্টে বলা হয়েছিল, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।

ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে। রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানটির কার্যালয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss