spot_img

১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ

কেন্দ্রীয় চুক্তিতে ১৮ নারী ক্রিকেটার, বাড়ছে বেতন

পেল নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি বিসিবির বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। সভা শেষে কেন্দ্রীয় চুক্তির তালিকাও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে ১৮জন নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। সেই সঙ্গে ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে নতুন চুক্তিতে।

আগের চুক্তি অনুযায়ী, ‘এ’ গ্রেডে থাকা খেলোয়াড়রা আগে পেতেন ১ লাখ টাকা, যা এখন বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হচ্ছে। ‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৮০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১ লাখ টাকা।

ক্যাটাগরি ‘সি’তে থাকা খেলোয়াড়দের বেতন আগে ছিল ১০ হাজার টাকা, যা এখন বেড়ে হচ্ছে ৭০ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বাড়িয়ে করা হচ্ছে ৬০ হাজার টাকা।

কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন- অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, রিতু মনি ও নাহিদা আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন- ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া। ‘সি’ ক্যাটাগরিতে আছেন-সোবহানা মোস্তারি, লতা মণ্ডল ও জাহানারা আলম এবং ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সোমা আক্তার, দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথি রাণী।

ম্যাচ ও সিরিজ জয়ের ক্ষেত্রে নারী ক্রিকেটারদের বোনাস দেয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা তিন দলকে হারালে ওয়ানডেতে ১ লাখ ও টি-টোয়েন্টিতে ৫০ হাজার; চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলকে হারালে ওয়ানডেতে ৭৫ হাজার ও টি-টোয়েন্টিতে ৩৫ হাজার এবং সপ্তম থেকে নবম স্থানে থাকা দলকে হারালে ওয়ানডেতে ৫০ হাজার ও টি-টোয়েন্টিতে ৩০ হাজার টাকা বোনাস দেয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss