spot_img

২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এফবিবিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় যৌথ অভিযান

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দিবাগত গভীররাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের নাসিরাবাদ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ পরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব বলেন, দুদক তাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তাদেরকে আমরা শুধু সহায়তা করেছি।

অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দুদক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে জানতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমুস সাদাতের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের টানা পাঁচবারের সভাপতি ছিলেন মাহবুবুল আলম। ২০২৩ সালে তিনি এফবিসিসিআই’র সভাপতির দায়িত্ব নেন। গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মাহবুবুল আলমও গা ঢাকা দেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss