spot_img

২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২৭ জানুয়ারি শবে মেরাজ

১৪৪৬ হিজরি সনের ৭ম মাস রজবের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে এ মাসের গণনা শুরু হবে। সেই হিসেবে পবিত্র শবে মেরাজ হবে ২৮ জানুয়ারি। পালিত হবে ২৭ জানুয়ারি দিবাগত রাত থেকে।

বুধবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. বদিউজ্জমা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৮ জানুয়ারি (২৭ রজব) দিনে পালিত হবে পবিত্র শবে মেরাজ।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রজব আজ থেকে শুরু হয়েছে। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ মূল্যবান রাত কাটান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।

‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো- এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss