spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়িতে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে চার জনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-ফটিকছড়ির হাজারীখীর এলাকার মৃত মনিরাম ত্রিপুরার ছেলে বাদল ত্রিপুরা (১৯), হারুয়ালছড়ির আবুল কাশেমের ছেলে মো. শাবলু (২৩), হাজারখীল এলাকার গোপাল বিশ্বাসের ছেলে চঞ্চল বিশ্বাস (২৪) ও বুদিয়া ত্রিপুরার ছেলে মিদুল ত্রিপুরা (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির তিনছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা তিন যুবক এক ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয়রা এ ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রী চিৎকার দেয়। এসময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, দুই বান্ধবীসহ স্কুল যাওয়ার সময় বালুটিলা ব্রিজের সামনে থেকে সেই ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় তার বান্ধবীরা স্কুলের প্রধান শিক্ষককে জানালে পরে সেটি জানাজানি হয়। দাঁতমারা শান্তিরহাট বাজারে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে ভাঙচুর করে। এসময় স্থানীয়রা স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করেন এবং অপহরণকারীদের পুলিশের হস্তান্তর করেন। তাদের আটক করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss