অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে জুবায়ের আহমেদের ২য় উপন্যাস “মির্জাপুরের গল্প”। বই প্রকাশ করেছে চিলড্রেনস পাবলিকেশন্স। “মির্জাপুরের গল্প” বইটির প্রচ্ছদ এঁকেছেন মোঃ রাফসান।
বইটি চিলনেড্রন্স পালবিকেশন্স এর স্টল নং ৮৬৮ ও ৮৬৯ থেকে সংগ্রহ করা যাবে এবং লেখকের সাথে যোগাযোগ করেও সংগ্রহ করা যাবে। বইটির মুদ্রিত মূল্য ১৭৫ টাকা।
“মির্জাপুরের গল্প” প্রসঙ্গে লেখক জুবায়ের আহমেদ বলেন, এটি একটি কিশোর রহস্য উপন্যাস। শহর থেকে গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে আসা একটি পরিবারের কিশোর ছেলে গ্রামের মানুষের জ্বীন-ভূতের কর্মকান্ড নিয়ে স্বাভাবিক চিন্তা চেতনা ও বিশ্বাস এবং এই বিশ্বাসকে পূঁজি করে দুষ্ট লোকের ভয়ংকর অপরাধজনক কর্মকান্ডের রহস্য উদঘাটন করার ঘটনাকে তুলে ধরা হয়েছে।
এছাড়াও “মির্জাপুরের গল্প” বইয়ে মানবিকতা, গ্রামীণ সালিস বিচারর, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং নব্বই দশকের গ্রামীণ চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক।
তিনি আরও বলেন, “মির্জাপুরের গল্প” অত্যন্ত সহজ সাবলীল শব্দে লেখার চেষ্টা করেছি। বইয়ের পৃষ্ঠা সংখ্যা বাড়াতে গৎবাঁধা বাক্য ও আলোচনা করা হয়নি। চার ফর্মার কিশোর রহস্য উপন্যাস “মির্জাপুরের গল্প” পড়ে ছোট বড় সবার ভালো লাগবে। একটি সাহসী কিশোরের গল্পে সবাই বুদ হবে, আমার দৃঢ় বিশ্বাস।
চস/আজহার