spot_img

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে অপহৃত ব্যক্তি উদ্ধার, চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে অপহরণের অভিযোগে নিজাম উদ্দিন রাসেল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় আকবরশাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের জনসংযোগ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন। তিনি জানান, অপহরণকারী দুয়েকদিন আগে থেকেই সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তিকে র‌্যাকি করছিল। গতকাল রাত ১০টার দিকে তিনি পায়ে হেঁটে আসার সময় একে খান মোড়স্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ৮/৯ জনের একটি দল সিএনজি অটোরিকশাতে তুলে তাকে নিয়ে যায়। অপহরণ কারে তাকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আর বলেন, পরে আমরা ভিকটিমের মোবাইল ট্র্যাক করি। প্রথমে তাকে সিএনজি অটোরিকশাতে তুলে নিয়ে গেলেও পরে প্রাইভেটকারে তোলা হয়। পরে রাত ১টার দিকে আমরা আকবরশাহ এলাকা থেকে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করি। এসময় নিজাম উদ্দিন রাসেল নামে এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা প্রাইভেটকারসহ পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss