কক্সবাজারের চকরিয়ায় একটি মালবাহী ট্রলিতে মিনি পিকআপের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় পেকুয়ার সীমান্তবর্তী চকরিয়ার কোণাখালী বাগগুজারার ব্রিজ সংলগ মরংঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজার পাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম ( ২২)।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগগুজারা ব্রিজের পাশে পান বহনকারী মিনি পিকআপ গাড়ি একটি মালবাহী ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এতে ডেকোরেশনের মালবহনকারী ট্রলিতে থাকা ২ জন ঘটনাস্থলে নিহত হন।
ইউপি সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে সডক দুর্ঘটনায় আমার ওয়ার্ডের রুবেল এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেলিম নিহত হন।
চস/আজহার