spot_img

১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে অস্ত্রসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে দেশীয় অস্ত্রসহ রিকসন মিয়া (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিকসন মিয়া নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নের নেহের সোলাইমান গ্রামের মো. সোলাইমান মিয়ার ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় রিকসন মিয়াসহ আরো কয়েকজন জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করে। এ সময় রিকসন মিয়াকে অস্ত্রসহ ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে রিকশন মিয়াকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, গ্রেপ্তার রিকসন মিয়াসহ কয়েকজন সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। রিকসন মিয়া সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে পুলিশ জানিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss