spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

দেশের সকল মসজিদে এক পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে খতম তারাবির নামাজে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।

এর ফলে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। তাদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন মাজিদ খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমন পরিস্থিতি নিরসন করতে রমজান মাসের প্রথম ছয় দিনে মসজিদে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তেলাওয়াত করতে বলা হয়।

এমনটি করা হলে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ পবিত্র শবেকদরে কোরআন খতম করা সম্ভব হবে। দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই নিয়মে খতম তারাবি পড়তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র শাবান মাসের ২৭ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে আগামী শনিবার দিবাগত রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে রোববার প্রথম রোজা। আর শাবান মাস ৩০ দিনে হলে আগামী রোববার রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং সোমবার দেশে প্রথম রোজা পালন করবেন মুসলিমরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss