spot_img

১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পিটুনি দিয়ে শাহেদ হোসেন নামে ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমানত শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ধারালো ছুরি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে লালদিঘি এলাকার জেল রোডের মুখে অবস্থান করছিলেন শাহেদ হোসেন। আমানত শাহ মাজারসংলগ্ন এলাকায় তাঁর সঙ্গে ভবঘুরে ওই যুবকের বাগ্‌বিতণ্ডা হয়। দুজনের মধ্যে পরে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে শাহেদ ওই ভবঘুরে যুবককে ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা ধাওয়া দিয়ে শাহেদকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করেন। ছুরিকাহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারধরে আহত ছিনতাইকারীকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তাকে কি ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয়েছে, নাকি দুজনের মধ্যে অন্য কোনো বিষয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক ছিনতাইকারী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss