spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বায়েজিদে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগীসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুইটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মো. রুবেল (২৬)।

রবিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি জানান, বায়েজিদ এলাকার ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে ৩ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুইটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামিদের আধিপত্য বিস্তারের দ্বন্ধ রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss