তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা রয়েছে।
গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে বিষয়টি গতকাল বুধবার বিকেলের পর প্রকাশ পায়।
গতকাল বিকেলেই সাবেক এ সচিবকে নিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকায় রওনা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারেও বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চস/স


