রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ (৮ মার্চ) সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি সোনা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি—মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বেলা সোয়া ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
নাম না প্রকাশের অনুরোধ করে অভিযানসংশ্লিষ্ট ডিবি পুলিশের পদস্থ একজন কর্মকর্তা জানান, এই ঘটনাটা ঘটিয়েছে একটি পেশাদার ডাকাতদল, যারা গুলি চালিয়ে স্বর্ণ লুট করার আগে কয়েকদিন জায়গাও রেকি করেছেন। ঢাকা ও ঢাকার বাইরে সদস্য নিয়ে ডাকাতদলটি কাজ করে। তাদের সবার নামে একাধিক মামলা রয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে ওই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত।
ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক।
ওই সময় পুলিশ জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করে। এর মধ্যে অন্তত একটি গুলি তার শরীরে আঘাত করে। এছাড়া তার পিঠে ও পায়ে ছুরিকাঘাতে জঘম করা হয়।
চস/স


