spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ফলস ছাদ থেকে আওয়ামীলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকা থেকে মো. শরীফ (৪৮) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত ১২টার দিকে ডিসি রোডের কালাম কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শরীফ ডিসি রোডের হালিম ইঞ্জিনিয়ারের বাড়ির হাজী আব্দুর ছবুরের ছেলে। শরীফ আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি পূর্বকোণকে বলেন, গতকাল রাতে ডিসি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মো. শরীফ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানতে পেরেনি। আরও মামলা রয়েছে কি না তা দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী শরীফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss