spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাবা-মা উভয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরীর ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতার ইরফান হাসান মান্নান তানিমের (৪০) বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এম এ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন। মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

তানিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে সাত বছর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে তানিম ওই পদে ছিলেন বলে জানা গেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানিয়েছেন, তানিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss