spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মারা গেছেন বলিউডডের বরেণ্য অভিনেতা মনোজ কুমার

মারা গেছেন বলিউডডের বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। শুক্রবার (৪ মার্চ) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মনোজ কুমার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তা ছাড়াও লিভার সিরোসিস ছিল মনোজ কুমারের।

চলচ্চিত্র পরিচালক মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী বলেন, ‘এটা ঈশ্বরের কৃপা যে শান্তিপূর্ণভাবে এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি। আগামীকাল দুপুর ১২টার দিকে পবন হংস শ্মশানে বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, মনোজ কুমার ১৯৩৭ সালের ২৪ জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান পাকিস্তানের) অ্যাবোটাবাদে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার দিল্লিতে চলে আসে। ১৯৫০-৬০-এর দশকে বলিউডে তার আগমন এবং ‘ভারত কুমার’ উপাধি পাওয়ার পেছনে ছিল অসামান্য দেশপ্রেমিক চরিত্রে তার অভিনয়।

মনোজ কুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতজুড়ে। ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। শোবিজ অঙ্গনের বড় বড় তারকারাও শোক জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অক্ষয় কুমার, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, পরিচালক অশোক পন্ডিত প্রমুখ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss