spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

আনোয়ারায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবু তালেব (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামের এক যুবক।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় সদরস্থ আনোয়ারা থানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সুর প্রথম পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থানার সামনে চট্টগ্রাম শহরমূখী পণ্যবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সিএনজিতে থাকা ২ জন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সংঘর্ষে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss