ভারতের গোয়ায় একটি মন্দিরের শোভাযাত্রায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্ততঃ আরো অর্ধশতাধিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ মে) ভোরে শিরগাঁওয়ে লাইরাই দেবী মন্দিরে ওই ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএনআই জানায়, ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে শুক্রবার দিবাগত রাত থেকে মানুষ জড়ো হতে থাকেন। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর হুড়োহুড়ির সৃষ্টি হলে অনেকেই পড়ে যান।
জনস্রোতে উঠে পড়া বেশ কষ্টকর ছিল। শতাব্দী প্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ সেখানে যান। তবে কী করাণে হুড়োহুড়ির সৃষ্টি হলো তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানিয়েছে, ভিড়ের মধ্যে একাংশের মানুষ নিয়ন্ত্রণ হারান। সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় ছোটাছুটি। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এত মানুষ জড়ো হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের না থাকার অভিযোগ উঠেছে।
ঘটনায় গভীর দু:খপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, শনিবার সকালে শিরগাঁওয়ের লাইরাই যাত্রায় মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আহতদের দেখতে আমি হাসপাতালে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করব। প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেছেন, এই কঠিন সময়ে তার পূর্ণ সমর্থন প্রদান করেছেন।
চস/স