spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলা ডেস্ক

সর্বশেষ

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি

রোহিত শর্মার অবসরের ঘোষণার পর এবার টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট কোহলি। আজ (১২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে অবসরের কথা জানান এই কিংবদন্তি ক্রিকেটার।

১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫, ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরানের মালিক কোহলি। সামনে ইংল্যান্ড সফর। তার আগে বোর্ডের অনুরোধের পরও অবসর নেওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন তিনি। ভারতের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত কোহলি শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটে আর না খেলার কথা স্পষ্ট করে দিলেন।

৩৬ বছর বয়সী কোহলি আগেই বোর্ডকে জানিয়েছিলেন, আর টেস্ট খেলতে চান না তিনি। বোর্ড চেয়েছিল তিনি অন্তত ইংল্যান্ড সফর পর্যন্ত তিনি থাকুন। রোহিত শর্মার অনুপস্থিতিতে কোহলির অভিজ্ঞতা দলকে সাহস দিতে পারত। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকেন কোহলি।

গত অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে শতরান করার পর পরবর্তী ম্যাচগুলোতে ব্যর্থ হন এই মহাতারকা। তারপর থেকেই তিনি ধীরে ধীরে টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন। তবে রোহিতের মতো বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন না তিনিও।

রইল বাকি এক। আপাতত শুধু ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে তাকে খেলতে দেখা যাবে। এর আগেই রোহিতের মতোই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি।

বিদায়ী ঘোষণা দিয়ে আজ অন্তর্জালে কোহলি লিখেছেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি ক্যাপ পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। তৈরি করেছে আমাকে। শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’

তিনি আরও লিখেছেন, ‘সাদা পোষাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss