spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

সাকিব-মুশফিকের পর আইসিসির মাসসেরা মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জিতলেন আইসিসি এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। এ বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ব্যাটে-বলে দাপট দেখিয়ে নতুন এক উচ্চতায় পা রাখলেন মিরাজ!

২০২১ সাল থেকে চালু হওয়া মাসসেরা ক্রিকেটার পুরস্কারে এর আগে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। নারীদের মধ্যে জিতেছেন নাহিদা আক্তার। পুরুষ ক্রিকেটার হিসেবে সাকিব ২০২৩ সালের মার্চে জেতেন এ পুরস্কার। প্রায় দুই বছর পর মিরাজ বাংলাদেশকে এনে দিলেন এই সম্মান। এই প্রথমবারের মতো এই পুরস্কার পেলেন ২৭ বছর বয়সী মিরাজ।

এ মাসের বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।

এমন অর্জনের পর মিরাজ বলেন, ‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পাওয়া দারুণ সম্মানের। এটি বিশ্বজুড়ে স্বীকৃত একটি পুরস্কার এবং গ্লোবাল ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার জন্য অনেক গর্বের। এটি আমাকে আমার পথচলার কথা মনে করিয়ে দেয়-২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়াটা যেমন বিশাল প্রেরণা ছিল, এই পুরস্কারও তেমনি বিশেষ কিছু।’

বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আরও বলেন, ‘এটি আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে, দেশের জন্য অবদান রাখতে সাহায্য করবে। আমি ধন্যবাদ দিতে চাই আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের-এই পুরস্কার তাদের সবার।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মিরাজ ব্যাটে-বলে ছিলেন সমান উজ্জ্বল। দুই টেস্টে ৩৮.৬৬ গড়ে করেন ১১৬ রান, নিয়েছেন ১৫ উইকেট মাত্র ১১.৮৬ গড় দিয়ে। সিলেট টেস্টে দুই ইনিংসে নিয়েছিলেন টানা দুটি পাঁচ উইকেট-৫/৫২ ও ৫/৫০। যদিও সেই ম্যাচে তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ।

তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে নিজের সামর্থ্যের পুরোটা দেন মিরাজ। প্রথম ইনিংসে খেলেন দারুণ এক সেঞ্চুরি-১০৪ রান ১৬২ বলে। পরে বল হাতে আবারও পাঁচ উইকেট (৫/৩২) নিয়ে বাংলাদেশকে এনে দেন ইনিংস ও ১০৬ রানের বড় জয়।

এই পারফরম্যান্সেই নিজেকে ছাড়িয়ে গেছেন মিরাজ। এনে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে আরও একটি আন্তর্জাতিক সম্মান। বলা দরকার, আইসিসির নিরপেক্ষ ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেটপ্রেমীদের সম্মিলিত ভোটে ঠিক হয় মাসসেরার এই পুরস্কার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss