spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা মৃত্যু ২ হাজার ছাড়ালো ভারতে

ভারতে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। তার আগেই ৬০ হাজার পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২৭৭ জন।

রোববার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় ওয়েবসাইটে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়েছেন ১৯৩৫৮ জন। মৃত্যু হয়েছে ২০১৯ জনের।

গোটা দেশে সংক্রমিতের তিন ভাগের এক ভাগ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রেই। ওডিশায় করোনা আক্রান্ত আরও ৫৮ জন, রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৫২। রাজস্থানে নতুন করে ৩৩ জন আক্রান্ত হয়েছেন। সেখানে সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪১, মৃত ১০৭।

আরো পড়ুন: করোনায় যুক্তরাজ্যে আটকেপড়া শিক্ষার্থীরা ফিরবেন কাল

বিশেষজ্ঞদের পূর্বাভাস, মাসখানেকের মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা শিখর ছোঁবে। দেশকে সে পরিস্থিতির জন্য প্রস্তুত করতে শুরু করেছে কেন্দ্র। রোগের প্রকোপ বাড়লে দেশে করোনার চিকিৎসাকেন্দ্রে টান পড়তে পারে—সে সম্ভাবনা মাথায় রেখে খালি হোটেল, লজ ব্যবহারে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss