spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে আজ (২৬ মে) দিবাগত রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, ২৭ মে দিবাগত রাতে প্রধান উপদেষ্টা টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় অগ্রগতি, গ্রেপ্তার ৮
তিনি বলেন, সফরকালে মোট সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে:

প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণচুক্তি,

ওনডা ও নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) দুটি পৃথক ভূমি বিষয়ক সমঝোতা,

ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বিডার সঙ্গে সমঝোতা,

বিডাতে ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্রযুক্তি স্থাপন বিষয়ে জাইকার সঙ্গে সমঝোতা,

মানবসম্পদ উন্নয়নে বিএমইটির সঙ্গে দক্ষতা ও ভাষা উন্নয়নসংক্রান্ত দুটি সমঝোতা।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব আরও জানান, সফরকালে বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ বিষয়ে ‘এক্সচেঞ্জ অব নোটস’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস জাপানে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া, ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন, আজারবাইজানে কপ-২৯ সম্মেলন, মিশরে ডি-৮ সম্মেলন, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, চীন, থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সফর করেছেন। এবার তার গন্তব্য জাপান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss