spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাতকানিয়ায় ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অপহৃত জহির উদ্দিন মিন্টু (৫২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথবাহিনী। জহির উদ্দিন মিন্টু উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আবদুল কাদেরের ছেলে ও বালু ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের নামাজ শেষে বাড়ি থেকে বের হন জহির উদ্দীন মিন্টু। এরপর রাত ১০টার পরে পরিবারের কাছ ফোন করে অপহরণকারী জহিরকে উদ্ধারের জন্য ১৫ লাখ মুক্তিপণ দাবি করে। এরপর তারা থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেন। এরপর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম সাতকানিয়া বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অপহরণকারীরা যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে জহির উদ্দিন মিন্টুকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভোর সোয়া ৫টার দিকে জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ জানান, এক ব্যক্তি অপহরণ হয়েছে খবর পেয়ে আমরা পুলিশকে সাথে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করি। অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয় তারা। অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী তল্লাশি চালানো হয়। সারারাত অভিযান চালিয়ে যৌথ টহল দল সফলভাবে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss