spot_img

১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার (০৫ জুলাই) রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামসুল হুদা স্ত্রী ও কন্যাসন্তান রেখে গেছেন।

ভগ্নিপতি আশফাক কাদেরী জানান, সকাল ৯টার দিকে এটিএম শামসুল হুদা মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার মেয়ের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শামসুল হুদা ২০০৮ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss