রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চালক মাসুম মুনতাসির, কথিত সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার এবং অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেন।
পুলিশ জানায়, চেকপোস্টে আটকের সময় অভিযুক্ত আটজনের মধ্যে চারজন ধরা পড়েন, বাকিরা পালিয়ে যায়। তারা ওই বাসায় ‘অস্ত্র, মাদক ও টাকার সন্ধান’ রয়েছে—এমন অভিযোগে অভিযান চালানোর কথা বলে প্রবেশ করেন।
তবে বাসার মালিক হোসনে আরা চম্পা জানান, এটি নিছক ডাকাতির ঘটনা। তার দাবি, দলটি জোরপূর্বক বাসায় ঢুকে টাকা, মালামাল লুটে নেয় এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
প্রাথমিকভাবে সোর্স পরিচয়ধারী হারুন অর রশিদকে আটক করা হয়। পরে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে অপর অভিযুক্তদের পল্লবী থানায় হস্তান্তর করে।
চস/স


