spot_img

১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্ট ৯৭তম স্থানে ছিল।

বুধবার (২৩ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে।

এতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যথারীতি শীর্ষস্থানে রয়েছে এশিয়ার ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। যার ফলে দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।

তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এরপরই যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।

অন্যদিকে ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১০ম স্থানে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss