খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের সঙ্গে জেএসএসের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচায় জানা যায় নি।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টায় দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র অংগ্য মারমা জানান, তিনি এমন কোনো ঘটনার বিষয়ে জানেন না।
পুলিশ জানায়, নারাইছড়ি বিওপি থেকে তিন কিলোমিটার দক্ষিণে জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় শুক্রবার রাতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে ইউপিডিএফের ৪ জন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত দুইপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।
চস/স