spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৬ মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে। আরও কমানোর চেষ্টা চলছে। সদ্য ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার ১০ শতাংশ রাখা হয়েছে।

এ সময় মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার আশা প্রকাশ করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এটি সময়ের ব্যাপার। এই সময়ে যে চাপ আসবে সেটিও ওভারকাম করতে হবে।

উল্লেখ্য, মূল্যস্ফীতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক বিগত কয়েক বছর ধরে একাধিকবার কড়াকড়িভিত্তিক (সংকোচনমুখী) মুদ্রানীতি বাস্তবায়ন করে আসছে। চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এসে ঠেকেছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশে, যা গত ২২ বছরে সর্বনিম্ন। অথচ কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ। এই প্রেক্ষাপটে আগামী মুদ্রানীতিতেও ঋণ প্রবাহে বিদ্যমান রূপরেখা বহাল রাখার দিকেই ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss