সিআরবির বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে সোমবার (১ জুন) থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করা হবে। হাসপাতালটিতে ১০০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ জানান, আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্য অধিদফতর যেদিন থেকে রোগী ভর্তি করাবে ওইদিন থেকে চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। দুয়েকদিনের মধ্যে তারা রোগী পাঠাবেন বলে আমাদের জানিয়েছেন।
আরো পড়ুন: গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জন আক্রান্ত চট্টগ্রামে
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার থেকে আশা করছি আমরা করোনা রোগী সেখানে স্থানান্তর করবো। চিকিৎসক, নার্স প্রস্তুত রাখা হয়েছে। ওই হাসপাতালে করোনা রোগী ভর্তি হলে অন্যান্য হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে।
চস/সোহাগ