spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে।

ড. ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তারা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে।’

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য একটি বড় সংকট। এটি সমাধানের জন্য আমরা আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করছি। বিশেষ করে আসিয়ান (Association of Southeast Asian Nations) দেশগুলোর সাহায্য কামনা করছি।’

এর আগে, সকাল ১০টায় কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় করা হয়।

এগুলো হলো:

প্রতিরক্ষা খাতে সহযোগিতা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো

কূটনীতিক প্রশিক্ষণ

হালাল ইকোসিস্টেম উন্নয়ন

উচ্চশিক্ষা খাতে সহযোগিতা

এই চুক্তিসমূহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর তিন দিনের এবং এই সফরের প্রথম দিনে এসব চুক্তি স্বাক্ষরিত হলো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss