spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইসরায়েলি হামলায় ইয়েমেনে হুথি প্রধানমন্ত্রীর নিহতের দাবি

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবারের এই হামলায় তার কয়েকজন সহযোগীও মারা গেছেন বলে খবর দিয়েছে ইয়েমেনের আল-জুমহুরিয়া টিভি ও দৈনিক ‘আদেন আল-গাদ’। তবে ইসরায়েল এখনও এ ঘটনার আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।

আদেন আল-গাদ সংবাদপত্রের খবরে বলা হয়, রাহাবি তার বেশ কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারান।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, এ হামলাটি অন্য যেকোনো হামলার থেকে ভয়াবহ। হামলায় হুথি প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন শীর্ষ মন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যখন তারা সানার বাইরে সংগঠনের নেতা আব্দুল মালিক আল-হাউইয়ের পরিকল্পিত বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন।

এ হামলার হতাহতের সঠিক সংখ্যা এখনও পরিষ্কার করে জানা যায়নি।

ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, রাহাভি এক বছর ধরে হুতি সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। অন্যদিকে এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছিলেন।

আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী সানায় অন্তত ১০ দফা বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালানো হয় এবং এতে হুতি সরকারের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss